সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা
নয় দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনকারীরা।
শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। শিক্ষার্থীদের অবস্থানের কারণে যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’- সহ নানা স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত জুন মাস থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়লে ৯ দফা দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছেন এই ছাত্র নেতারা।
শুক্রবারও তারা সারাদেশে দোয়া ও গণমিছিল কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ঢাকা/মাকসুদ/ইভা