ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

রামপুরায় শিক্ষার্থীদের বিক্ষোভ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:০০, ৩ আগস্ট ২০২৪
রামপুরায় শিক্ষার্থীদের বিক্ষোভ 

নয় দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর রামপুরার আফতাবনগরে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১০টার দিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শতাধিক আন্দোলনকারী বিক্ষোভ শুরু করেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল আইডিয়ালের শিক্ষার্থীরা এতে অংশ নেন। 

আন্দোলনকারীরা ‘আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে’, ‘আমার ভাই জেলে কেন’, ‘গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না' বলে স্লোগান দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 

উল্লেখ্য, গত জুন মাস থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়লে ৯ দফা দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি দিয়ে আসছেন এই ছাত্র নেতারা।

শুক্রবারও তারা সারাদেশে দোয়া ও গণমিছিল কর্মসূচি পালন করেছেন। এসব কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।

মাকসুদ/ইভা 

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়