মিছিল নিয়ে শহীদ মিনারে যাচ্ছেন শিক্ষার্থীরা
বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার পর সায়েন্সল্যাব মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার অভিমুখে যাত্রা শুরু করেন তারা। এর আগে নয় দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারীরা।
এ সময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’- সহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
এর আগে শহীদ মিনারে আজ বিকেলে ৩টায় সমাবেশের ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদসহ একাধিক সমন্বয়ক ও সহ-সমন্বয়ক এই কর্মসূচির কথা জানান। তারা বলেন, শনিবার বিকেল ৩টায় আশপাশের সব আন্দোলনরত ছাত্র-জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন।
মাকসুদ/ইভা