ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

শাহবাগে ধাওয়া-পাল্টা ধাওয়া, যানবাহনে আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৪ আগস্ট ২০২৪   আপডেট: ২০:১০, ৪ আগস্ট ২০২৪
শাহবাগে ধাওয়া-পাল্টা ধাওয়া, যানবাহনে আগুন

কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের আহ্বানে রাজধানীসহ সারাদেশে অসহযোগ আন্দোলন চলছে। তবে রোববার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ভেতর রাখা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে।

অন্যদিকে, রোববার সকাল সাড়ে দশটার দিকে অর্ধশতাধিক শিক্ষার্থী সায়েন্সল্যাব মোড় সড়কে অবস্থান নেন। এ কারণে মিরপুর সংযোগ সড়কে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। শাহবাগ থানার সামনে পুলিশ অবস্থান নিয়েছে।

আরো পড়ুন:

/মাকসুদ/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়