উত্তরায় আন্দোলনকারী ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ ও সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।
রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে উত্তরা আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বেলা ১১টার দিকে উত্তরার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে উত্তরা বিএনএস টাওয়ারের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। তারা বিএনএস থেকে উত্তরা পূর্ব থানা পর্যন্ত সড়ক দখল করে বিক্ষোভ করতে থাকে। পরে দুপুর সোয়া ১২টার দিকে আজমপুর দুই নম্বর রোড় রাজউক কমার্শিয়াল ভবনের সামনে সরকারদলীয় নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
উত্তরা পূর্ব থানায় বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
/মাকসুদ/এসবি/