নিজ দেশের নাগরিকদের সতর্ক থাকতে বলল ভারত
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রেক্ষিতে বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ভারত।
রোববার (৪ আগস্ট) সামাজিক মাধ্যম ‘এক্স’ এ দেওয়া পোস্টে ভারতের সহকারী হাইকমিশন (এএইচসিআই) বলেছে, ‘ভারতীয় সহকারী হাইকমিশন, সিলেটের এখতিয়ারে বসবাসকারী শিক্ষার্থীসহ সব ভারতীয় নাগরিকের এ অফিসের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।’
এএইচসিআই হলো সিলেটে ভারত সরকারের একটি প্রতিনিধি অফিস এবং এটি তার কনস্যুলার এখতিয়ারে (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলা) ভিসা দেয়াসহ ভারতীয় নাগরিকদের বিভিন্ন সেবা দিয়ে থাকে। এএইচসিআই ভারতীয় হাইকমিশন, ঢাকার সাধারণ তত্ত্বাবধানে কাজ করে।
ঢাকা/হাসান/ফিরোজ