ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৩, ৫ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:০৫, ৫ আগস্ট ২০২৪
নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবি ছাত্র আন্দোলনের সমন্বয়কদের

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যার মধ্যে কারাবন্দি নিরপরাধ ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সোমবার (৫ আগস্ট) বিকেলে এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ হাসান এবং আসিফ মাহমুদ।

তারা বলেছেন, ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে। পালানোর সুযোগ দেওয়া হবে না। শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে।

তারা আরও বলেছেন, প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়