শেখ হাসিনার ভিসা প্রত্যাহার নিয়ে মার্কিন দূতাবাসের ‘মন্তব্য নেই’

বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য মন্ত্রীদের ভিসা প্রত্যাহার নিয়ে মন্তব্য করতে রাজি নয় ঢাকার মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাসের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্র শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তাদের মার্কিন ভিসা প্রত্যাহার করেছে কি না।
এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ভিসা রেকর্ডগুলো মার্কিন আইনের অধীনে গোপনীয়। তাই, আমরা পৃথক ভিসার বিষয়ে বিস্তারিত আলোচনা করি না।
এর আগে, মঙ্গলবার ব্রিটিশ মানবাধিকার কর্মী এবং অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা যুক্তরাষ্ট্র বাতিল করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। শেখ হাসিনা সোমবার বিকেলে বাংলাদেশ ছেড়েছেন এবং বর্তমানে ভারতে তার পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় থাকেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়।
তিনি আরও লিখেন, হাসিনার যুক্তরাষ্ট্রে যাওয়ার কোনও পরিকল্পনা আছে কি না, তা স্পষ্ট নয়। খবরগুলোতে বলা হচ্ছে, হাসিনা যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করার কথা বিবেচনা করছেন, যেখানে তার বোন (শেখ রেহানা) এবং ভাতিজি (টিউলিপ সিদ্দিক এমপি) থাকেন। যাইহোক, যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী সেদেশের বাইরে থেকে আশ্রয় প্রার্থনা করা সম্ভব নয়...।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ও এ তথ্য জানায়।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। সে পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদও ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানে শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন।
ঢাকা/হাসান/এনএইচ