ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ১ ১৪৩১

অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৮, ৮ আগস্ট ২০২৪  
অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব ভিসা সেন্টার। পরবর্তী আবেদনের তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বুধবার (৮ আগস্ট) ভারতীয় ভিসা সেন্টারের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, পরবর্তী আবেদনের তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে। পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করতে অনুরোধ করা হয়েছে।

এর আগে গত রোববার ভারতীয় দূতাবাসের এক বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভেতরে ভ্রমণ না করার এবং চলাচল সীমিত করার আহ্বান জানানো হয়।

ঢাকা/হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়