ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

আমার হৃদয় ভেঙে যাচ্ছে: পুতুল

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ৮ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:০৬, ৮ আগস্ট ২০২৪
আমার হৃদয় ভেঙে যাচ্ছে: পুতুল

সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনা। ছবি সংগৃহীত

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে রয়েছেন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। মায়ের পদত্যাগ ও দেশত্যাগের খবরে তিনি ব্যথিত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মধ্যে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হওয়ার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এ বিষয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল।

আরো পড়ুন:

সেখানে তিনি বলেছেন, দেশে ব্যাপক অশান্তির মধ্যে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি এই কঠিন সময়ে ‘তার মাকে দেখতে ও আলিঙ্গন করতে’ পারেননি।

সায়মা ওয়াজেদ তার পোস্টে লিখেছেন, ‘আমার দেশ বাংলাদেশকে ভালোবাসি, সেখানে প্রাণহানির ঘটনায় হৃদয় ভেঙে গেছে। আরও হৃদয়বিদারক যে, আমি এই কঠিন সময়ে আমার মাকে দেখতে ও আলিঙ্গন করতে পারিনি। আমি আরডি হিসেবে আমার দায়িত্ব পালনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্বপালন করছেন সায়মা ওয়াজেদ।

চাকরির কোটা নিয়ে কয়েক সপ্তাহব্যাপী বিক্ষোভে বহু মানুষ নিহত হন। এরপর গত সোমবার ৭৬ বছর বয়সী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।

সূত্র: এনডিটিভি

/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়