জাতীয় স্মৃতিসৌধে ও শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন ড. ইউনূস
ড. মুহাম্মদ ইউনূস। ছবি সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে শপথ নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার শুক্রবারের কর্মসূচির বিষয়ে জানিয়েছে বঙ্গভবন প্রেস উইং।
কর্মসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা ড. ইউনূস আজ শুক্রবার সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
এছাড়া তিনি ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তবে শ্রদ্ধা নিবেদনের সময় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
/হাসান/সাইফ/