ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

নাহিদ দায়িত্ব পেলেন যে মন্ত্রণালয়ের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ৯ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:৩৫, ৯ আগস্ট ২০২৪
নাহিদ দায়িত্ব পেলেন যে মন্ত্রণালয়ের

নাহিদ ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকারের দপ্তর বণ্টন করা হয়েছে। ডাক, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টা ২৭ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নেন। 

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। তার বয়স ২৬ বছর। নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। তার ডাকনাম ‘ফাহিম’। নাহিদের বাবা শিক্ষক। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ইতোমধ্যে মাস্টার্স সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

/নঈমুদ্দীন/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়