থানা-কারাগারের লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার অনুরোধ
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা থেকে লুট করা অস্ত্র-গুলি শুক্রবার ফিরিয়ে দেন স্থানীয়রা
দেশের বিভিন্ন স্থানে থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
শুক্রবার (৯ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এই আহ্বান জানিয়েছে।
আইএসপিআর বলেছে, সম্প্রতি দেশের বিভিন্ন থানা ও কারাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের কিছু ঘটনা ঘটেছে। এক্ষেত্রে কারো কাছে রক্ষিত এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ অথবা এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে অতি দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জমা অথবা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
হাসান/রফিক