ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নিয়ে কাজ করবো: শিল্প উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৬, ১০ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:৪২, ১০ আগস্ট ২০২৪
দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নিয়ে কাজ করবো: শিল্প উপদেষ্টা

মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নিয়ে কাজ করা হবে। নতুন বাংলাদেশ দুর্নীতি মুক্ত হোক, এটাই লক্ষ্য থাকবে আমাদের।

শনিবার (১০ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের কার্যালয়ে মিটিং শেষে সাংবাদিকদের একথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শিল্প খাতে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ করা তার কাজের প্রধান অগ্রাধিকার।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন। এছাড়া, উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার দপ্তর প্রধানরা।

মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয় ও অধীনস্ত বিভিন্ন সংস্থার কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

ঢাকা/হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়