ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সোমবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ১১ আগস্ট ২০২৪   আপডেট: ১২:৩৬, ১১ আগস্ট ২০২৪
সোমবার বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

দেশের চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের নতুন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আগামীকাল সোমবার (১২ আগস্ট) বিদেশি কূটনীতিকদের ওই ব্রিফিং করা হবে বলে জানিয়েছে একাধিক সূত্র।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ভবিষ্যৎ প‌রিকল্পনা ও কর্মপন্থা নি‌য়ে আজ রোববার (১১ আগস্ট) আলাপ করবেন উপদেষ্টা। এরপর বিকেল ৩টায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টার।

আরো পড়ুন:

মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল শ‌নিবার প্রথম অফিস শুরু করেন। প্রথম দিন তি‌নি পররাষ্ট্রস‌চিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন।

/হাসান/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়