ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

সচিবদের শাস্তির দাবিতে বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ১১ আগস্ট ২০২৪  
সচিবদের শাস্তির দাবিতে বিক্ষোভ

আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালন করা সব সচিবদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। একই সঙ্গে যারা এখন কর্মরত তাদের দ্রুত অপসারণ দাবি করা হয়েছে। 

রোববার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে সচিবালয়ের সামনে ছাত্র-জনতা পরিচয়ে অবস্থান নেন তারা। এ সময় তারা সচিবদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে, সচিবালয় গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরা। তবে বিক্ষোভকারীদের কোনো বাধার মুখে পড়তে হয়নি।

আরো পড়ুন:

বিক্ষোভে অংশ নেওয়া সেগুনবাগিচার বাসিন্দা মনির হোসেন বলেন, শেখ হাসিনার সময়ে যারা সচিব ছিলেন তাদের ইমিডিয়েট অপসারণ চাই। তারা হাসিনা সরকারের দালাল। আমরা চাই, তাদের আইনের আওতায় আনা হোক। 

এএএম/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়