ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

জনপ্রশাসনের নতুন এপিডি আব্দুর রউফ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ১১ আগস্ট ২০২৪  
জনপ্রশাসনের নতুন এপিডি আব্দুর রউফ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ‘নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি)’ অনুবিভাগের অতিরিক্ত সচিব হি‌সে‌বে মো. আব্দুর রউফ‌কে নি‌য়োগ দেওয়া হ‌য়ে‌ছে।

রোববার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থে‌কে এ-সংক্রান্ত আদেশ জা‌রি করা হ‌য়ে‌ছে।

মো. আব্দুর রউফ‌ এর আগে জনপ্রশাস‌নের আইন অনুবিভাগে দায়িত্ব পালন করেন। এতদিন এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন মো. নাজমুছ সাদাত সেলিম। তাকে এখনও নতুন কোনও দায়িত্ব দেওয়া হয়নি।

উল্লেখ্য, প্রশাসনের নিয়োগ, পদোন্নতি, বদলি, প্রেষণ, ওএসডি করার মত নির্দেশনা এপিডি অনুবিভাগ থেকেই আসে।

নঈমুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়