সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বসবেন ড. ইউনূস
ফাইল ছবি
কয়েক দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানতে এবং সমাধানের লক্ষে সোমবার দেশের সব ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করবেন।
রোববার (১১ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা জানান।
আন্তর্জাতিক মিডিয়াসহ দেশের অনেক গণমাধ্যমেও এসেছে যে, সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে। আমিও বিষয়টি অস্বীকার করছি না। তবে এটি যথেষ্ট সীমিত আকারে হয়েছে। এগুলো রাজনৈতিকভাবে হয়েছে, রাষ্ট্রের মদদে নয়। এমনকি, আপনারা দেখেছেন ধর্মভিত্তিক দলগুলোও সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য মাঠে নেমেছে। দল-মত না দেখে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। আমাদের প্রধান উপদেষ্টা আগামীকাল সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
ঢাকা/হাসান/এনএইচ