ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বিটিআরসির দুই উপ-পরিচালক বহিষ্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৩, ১১ আগস্ট ২০২৪  
বিটিআরসির দুই উপ-পরিচালক বহিষ্কার

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের দুই কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা হলেন— বিটিআরসির উপ-পরিচালক (প্রশাসন) ও চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আমজাদ হোসেন এবং উপ-পরিচালক (ইঅ্যান্ডও) মাহদী আহমদ।

রোববার (১১ আগস্ট) বিটিআরসি পরিচালক (প্রশাসন) আফতাব মো. রাশেদুল ওয়াদুদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

দুটি পৃথক অফিস আদেশে বলা হয়, বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পত্রিকায় অসাধু সিণ্ডিকেটে জড়িত থেকে দুর্নীতি করেছেন এই অভিযোগ উত্থাপিত হওয়ায় এবং কর্মচারীরা বিভিন্ন সময়ে নিপীড়ন, নিষ্পেষণের প্রেক্ষিতে তাকে বিটিআরসির চাকরি প্রবিধিমালা ২০২২-এর বিধি ৪৮ ও ৫৪ ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি-৩(খ)(ঘ)(ই) ও বিধি ১২ (১) অনুযায়ী কমিশনের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন। এ ছাড়া, এ আদেশ অবিলম্বে কার্যকরের কথাও বলা হয়।

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়