ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, সম্পর্ক অব্যাহত থাকবে: চীনা রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৬, ১২ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:১০, ১২ আগস্ট ২০২৪
পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, সম্পর্ক অব্যাহত থাকবে: চীনা রাষ্ট্রদূত

পরিবর্তিত পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সোমবার (১২ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের জন্য ব্রিফিংয়ের আয়োজন করা হয়। বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন। 

তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাই। আশা করি, অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।

এর আগে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রথম কূটনৈতিক ব্রিফের আয়োজন করা হয়।

এতে নতুন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চলমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে ঢাকায় নিযুক্ত বি‌ভিন্ন দে‌শের রাষ্ট্রদূত, হাইক‌মিশনারসহ জা‌তিসংঘ এবং বি‌ভিন্ন সংস্থার প্রধানদের ব্রিফ করেন।

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়