ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৭, ১৩ আগস্ট ২০২৪  
যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

প্রায় ২৫ দিন বন্ধ থাকার পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো আজ থেকে। চলছে মেইল, এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। এর আগে গতকাল রোববার থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। 

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ নাহিদ হাসান জানান, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলার সিদ্ধান্ত নেওয়া হয়। আর ২৭ দিন বন্ধ থাকার পর ১৫ আগস্ট থেকে সারা দেশে চলবে আন্তঃনগর ট্রেন। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে।

কোটা সংস্কার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই থেকে বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল বন্ধ হয়। তবে সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করে।

ঢাকা/হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়