ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

২৮-৪২তম বিসিএসে বাদ পড়া ২৫৯ জনের নি‌য়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ১৪ আগস্ট ২০২৪  
২৮-৪২তম বিসিএসে বাদ পড়া ২৫৯ জনের নি‌য়োগ

আওয়ামী লীগ সরকারের আম‌লে ২৮ থেকে ৪২তম বিসিএস পর্যন্ত নিয়োগের সুপারিশ পেয়েও নিয়োগ পাননি, এরকম ২৫৯ জনকে সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’ অনুসারে তারা নিয়োগ পেয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থে‌কে এ সংক্রান্ত আদেশ জা‌রি করা হ‌য়ে‌ছে।

নিয়োগপ্রাপ্তদের আগামী ১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশিত/পদায়িত কার্যালয়ে যোগ দিতে হবে। ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়/বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে উল্লিখিত তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগে যোগ দেবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নিয়োগের শর্তে বলা হয়েছে, সরকারি কর্ম কমিশনের মেধাক্রম অনুযায়ী জ্যেষ্ঠতা নির্ধারিত হয়। তাই, এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার স্বার্থে তাদের ব্যাচের নিয়োগপ্রাপ্তদের প্রথম যে তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, সেই তারিখ থেকে ভূতাপেক্ষিকভাবে নিয়োগ আদেশ কার্যকর হবে। তাদের মূল ব্যাচের যোগদানের তারিখ থেকে ধারণাগত জ্যেষ্ঠতা বজায় থাকবে। তবে, তার ফলে তারা কোনো বকেয়া আর্থিক সুবাধাদি পাবেন না।

আরও বলা হয়েছে, ‘পরবর্তী সময়ে নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ/ভিন্ন রূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। যদি তিনি কোনো বিদেশি নাগরিককে বিবাহ করে থাকেন অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে থাকেন, তবে এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।

‘প্রার্থী ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণসম্বলিত একটি ঘোষণাপত্র তাকে চাকরিতে যোগদানের সময় সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এছাড়া, প্রতি পাঁচ বছর পর পর ডিসেম্বর মাসে প্রদর্শিত সম্পত্তির কমা-বাড়ার হিসাব বিবরণী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে জমা দিতে হবে।

সরকারি কর্ম কমিশন ওই ২৫৯ জনকে নিয়োগের সুপারিশ করলেও জনপ্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন কারণ দেখিয়ে তাদের নিয়োগ দেয়নি।

নঈমুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়