ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

এবার পদত্যাগ করলেন বুয়েট উপাচার্য

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ১৮ আগস্ট ২০২৪  
এবার পদত্যাগ করলেন বুয়েট উপাচার্য

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। 

রোববার (১৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ‘আমি গত ৩ জুলাই, দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস চ্যান্সেলর পদে যোগদান করি। শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নতি সাধনের জন্য তথা বুয়েটের সুনাম রক্ষার জন্য কাজ করেছি। বর্তমানে আমি ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস চ্যান্সেলর পদ থেকে আজ (১৮ আগস্ট) পদত্যাগ করলাম।’ 

এমতাবস্থায়, উপরোক্ত বিষয় বিবেচনা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভাইস চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান উপাচার্য সত্য প্রসাদ। 

উল্লেখ্য, ২০২০ সালের ২৫ জুন ১৪তম উপাচার্য হিসেবে দায়িত্ব পান সত্য প্রসাদ মজুমদার। চলতি বছরের গত ২৬ জুন ছিল তার প্রথম মেয়াদের শেষ কর্মদিবস। এরপরে তাকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ফেনী জেলার দাগনভূঞা থানার সত্য প্রসাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে ১৯৮১ সালে প্রথম শ্রেণিতে বিএসসি ও ১৯৮৫ সালে একই বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বও পালন করেছেন সত্য প্রসাদ।

হাসান/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়