আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমানের পদত্যাগ

মো. আজিজুর রহমান (ফাইল ফটো)
পদত্যাগ করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান।
সোমবার (১৯ আগস্ট) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে তিনি বলেন, আমি মো. আজিজুর রহমান চুক্তিভিত্তিক নিয়োগের চুক্তিপত্রের অনুচ্ছেদ ৭ অনুযায়ী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) পদ থেকে ১৯ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
মো. আজিজুর রহমান ২০২১ সালের ১ নভেম্বর নিয়োগ পান। এর আগে তিনি আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
ঢাকা/হাসান/ইভা