ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

যুব সংগঠনের উদ্দেশে আসিফ মাহমুদ

বন্যার্ত মানুষের সেবায় সর্বাত্মকভাবে অংশগ্রহণ করুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ২২ আগস্ট ২০২৪   আপডেট: ১৮:৩৮, ২২ আগস্ট ২০২৪
বন্যার্ত মানুষের সেবায় সর্বাত্মকভাবে অংশগ্রহণ করুন

ফেনীসহ ১২টি জেলায় আকস্মিক বন্যায় বন্যার্ত মানুষের সেবায় সর্বাত্মকভাবে অংশগ্রহণ করার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত সব যুব সংগঠনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (২২ আগস্ট) উপদেষ্টার বরাত দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নূর আলম এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত সব যুব সংগঠনের সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানানো যাচ্ছে যে, ফেনীসহ ১২টি জেলার বন্যার্ত মানুষের সেবায় আপনারা সর্বাত্মকভাবে অংশগ্রহণ করুন।’

‌‘যে কোনো সংকট ও দুর্যোগে বাংলাদেশের সংগ্রামী যুব সমাজ সেবার ব্রত নিয়ে কাজ করতে পারে। এবারের বন্যায় সবার সম্মিলিত অংশগ্রহণে দুর্যোগ প্রতিরোধে আমরা জয়ী হবো আশা করি।’

আসাদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়