ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে চীনের ২০ হাজার ডলার অনুদান

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ২৬ আগস্ট ২০২৪   আপডেট: ১০:৫১, ২৬ আগস্ট ২০২৪
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে চীনের ২০ হাজার ডলার অনুদান

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত

বন্যার্তদের জন্য গঠিত প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২৫ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এ অনুদান দেন তিনি।

এ সময় ইয়াও ওয়েন অন্তর্বর্তী সরকার গঠনকে স্বাগত জানানোর পাশাপাশি প্রধান উপদেষ্টা ইউনূসকে অভিনন্দন জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারকে চীন সহযোগিতা করবে।

প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ কাটিয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এদিকে, চীনা দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভয়াবহ বন্যায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি দেখে মর্মাহত চীন। চীনের রেডক্রস সোসাইটি জরুরি মানবিক সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে নগদ ১ লাখ ডলার অনুদান দেবে।

ঢাকা/হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়