ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

ভিসা কেন্দ্রের নিরাপত্তা বাড়া‌তে ভারতীয় হাইক‌মিশ‌নের চিঠি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫০, ২৭ আগস্ট ২০২৪   আপডেট: ১৪:০৬, ২৭ আগস্ট ২০২৪
ভিসা কেন্দ্রের নিরাপত্তা বাড়া‌তে ভারতীয় হাইক‌মিশ‌নের চিঠি

ভারতীয় ভিসা না-পাওয়ায় গতকাল রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে (আইভিএসি) গি‌য়ে বি‌ক্ষোভ করেছেন ভিসাপ্রত্যাশীরা। এর পরিপ্রেক্ষিতে ভিসা সেন্টারের নিরাপত্তা জোরদার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে কূটনৈতিক চিঠি দিয়েছে ভারতীয় হাইকমিশন।

চিঠিতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার দুপু‌রের পর বিপুলসংখ্যক ভিসাপ্রত্যাশী ভিসা না পাওয়ায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে গি‌য়ে বিক্ষোভ ক‌রেন। তারা ভিসা না পাওয়ার কারণে ভারতবি‌রোধী স্লোগানও দেন।

সামাজিক যোগা‌যোগমাধ্যম ফেসবুকে ভিসাপ্রত্যাশীদের প্রতিবা‌দের এক‌টি ভি‌ডিও ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে। সেখানে দেখা যায়, তারা ভারতবিরোধী বি‌ভিন্ন স্লোগান দি‌চ্ছেন। স্লোগা‌নে-স্লোগা‌নে তারা বল‌তে থা‌কেন, ‘এক দফা এক দা‌বি, ভিসা চাই ভিসা চাই’, ‘ভার‌তের দালালরা হুঁশিয়ার সাবধান’, ‘ভিসা দে নইলে টাকা ফেরত দে’। 

পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলে ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, এড়াতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে ভারতীয় হাইকমিশন।
ভারতীয় হাইক‌মিশ‌নের এক কর্মকর্তা জানান, আমরা বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছি। আমরা মৌখিকভাবে নোট (কূট‌নৈ‌তিক চিঠি) পাঠিয়েছি। আমাদের নিরাপত্তা বাড়াতে হবে। আমাদের জন্য এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়।

হাসান//


সর্বশেষ

পাঠকপ্রিয়