ঢাকা     রোববার   ১৫ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩১ ১৪৩১

ড. ইউনূসের সঙ্গে ইউএনএইচসিআর প্রধানের ফোনালাপ

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ২ সেপ্টেম্বর ২০২৪  
ড. ইউনূসের সঙ্গে ইউএনএইচসিআর প্রধানের ফোনালাপ

ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ফটো)

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাই কমিশনারের (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। সোমবার (২ সেপ্টেম্বর) এক ফোনকলে ড. ইউনূসকে অভিনন্দন জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। 

ফোনালাপে ইউএনএইচসিআর প্রধান ড. ইউনূসের প্রশংসা করে বলেন, তিনি বাংলাদেশ পুনর্গঠনে ‘একটি অবিশ্বাস্য কাজ’ নিয়েছেন।

ফোনালাপকালে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার মানুষসহ রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন তারা।

পরে অধ্যাপক ইউনূস বাংলাদেশের ক্যাম্পে বসবাসকারী ১০ লাখেরও বেশি রোহিঙ্গার মিয়ানমারে মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য ফিলিপ্পো গ্রান্ডির সমর্থন চেয়েছেন। এছাড়া, তিনি বাংলাদেশে বেড়ে ওঠা রোহিঙ্গা শিশুদের উন্নত ভবিষ্যৎ গড়তে জাতিসংঘের শরণার্থী সংস্থার সহায়তাও চেয়েছেন।

এ সময় ইউএনএইচসিআর প্রধান ড. ইউনূসকে নিউ ইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে রোহিঙ্গা সঙ্কট নিয়ে একটি বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানান।

প্রধান উপদেষ্টাকে ফিলিপ্পো গ্র্যান্ডি জানিয়েছেন, চলতি বছরের অক্টোবরে তিনি বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়