ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

বাংলা একাডেমির নতুন ডিজি ড. মোহাম্মদ আজম 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:২৪, ৫ সেপ্টেম্বর ২০২৪
বাংলা একাডেমির নতুন ডিজি ড. মোহাম্মদ আজম 

লেখক, গবেষক ড. মোহাম্মদ আজমকে বাংলা একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।   

আজ (৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপন অনুযায়ী মোহাম্মদ আজমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। 

মোহাম্মদ আজমের জন্ম ১৯৭৫ সালের ২৩ আগস্ট, নোয়াখালীর হাতিয়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে বাংলা ভাষার উপনিবেশায়ন ও বি-উপনিবেশায়ন নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। 

প্রাবন্ধিক হিসেবে মোহাম্মদ আজম সমাদৃত। অনুবাদ করেছেন গুরুত্বপূর্ণ কিছু তাত্ত্বিক রচনা। প্রকাশিত গ্রন্থ ‘বাংলা ভাষার উপনিবেশায়ন ও রবীন্দ্রনাথ’, ‘বাংলা ও প্রমিত বাংলা সমাচার’, ‘কবি ও কবিতার সন্ধানে’, ‘হুমায়ূন আহমেদ : পাঠপদ্ধতি ও তাৎপর্য’।

তারা//


সর্বশেষ

পাঠকপ্রিয়