ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির অনুদান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ১১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:২৩, ১১ সেপ্টেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির অনুদান

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি’র সিএসআর তহবিল থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্যার্তদের জন্য অনুদান দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীরপ্রতীকের হাতে অনুদানের পে-অর্ডার তুলে দেন সমিতির নেতৃবৃন্দের পক্ষে মো. ইকবাল লস্কর,‌ মো. তোফাজ্জেল হোসেন এবং মো. জাহাঙ্গীর হোসেন খান। 

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা সংগঠক, ডেল্টাইক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান শওকত হোসেন খান মনির উপস্থিত ছিলেন।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ অনুদান দেওয়া হয়েছে বলে জানান তারা।

এ ছাড়া সমিতির পক্ষ থেকে বন্যাদুর্গতদের খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ এবং সুপেয় পানি বিতরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও নেতৃবৃন্দ জানান।

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়