ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পিএসসি’র প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি, বাতিল হচ্ছে না নিয়োগ পরীক্ষা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ১১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:০৫, ১১ সেপ্টেম্বর ২০২৪
পিএসসি’র প্রশ্ন ফাঁসের প্রমাণ মেলেনি, বাতিল হচ্ছে না নিয়োগ পরীক্ষা

বিসিএসসহ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত কয়েকটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি। তদন্ত শেষে পিএসসি গঠিত কমিটি যে প্রতিবেদন তৈরি করেছে, তাতে সুনির্দিষ্ট কোনো পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করেছে। ফলে, যে নিয়োগ পরীক্ষাগুলো বাতিলের দাবি উঠেছিল, তা আর বাতিল করার আশঙ্কা নেই বলে মনে করছেন তদন্ত কমিটির সদস্যরা।

কমিটিতে থাকা একজন কর্মকর্তা বুধবার (১১ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি নিয়ে পিএসসি’র সর্বশেষ সভায় প্রাথমিক আলোচনা হয়েছে, জানিয়ে কমিশনের এক সদস্য বলেন, তদন্ত কমিটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রশ্ন ফাঁসের অভিযোগ খতিয়ে দেখেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা পরীক্ষক ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে। কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া যায়নি।

পিএসসির দুজন কর্মকর্তা ও কমিটিতে থাকা এক কর্মকর্তা জানান, যেহেতু, প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রমাণ হয়নি; তাই কোনো পরীক্ষা বাতিলের সুযোগ নেই। বিষয়টি তদন্ত প্রতিবেদনেও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন খুব দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

পিএসসি’র অধীনে অনুষ্ঠিত বিসিএস প্রিলিমিনারি, লিখিতসহ গত ১২ বছরে গুরুত্বপূর্ণ ৩০টি পরীক্ষার প্রশ্ন কয়েকটি চক্র ফাঁস করেছে বলে সংবাদ প্রচার করে দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। একই সময়ে অনুষ্ঠিত পরীক্ষাগুলো বাতিলের দাবিও তোলেন অনেকে।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়