ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

যেখা‌নে অভিযোগ জানাতে পার‌বেন শ্রমিকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ১২ সেপ্টেম্বর ২০২৪  
যেখা‌নে অভিযোগ জানাতে পার‌বেন শ্রমিকরা

শ্রম পরিস্থিতি উন্নয়ন এবং শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে ‘শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি’ গঠন করা হয়েছে। শ্রমিকরা যে কোনো অভিযোগ ‘কক্ষ নম্বর ১৮০১, (লিফটের ১৮), শ্রম ভবন, শ্রম অধিদপ্তর, ১৯৬, সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা’- এ ঠিকানায় জমা দিতে পারবেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রম পরিস্থিতি উন্নয়ন এবং শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে ‘শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি’ গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রমিকরা যে কোনো অভিযোগ জমা দিতে পারবেন এ ঠিকানায়- কক্ষ নম্বর ১৮০১, (লিফটের ১৮), শ্রম ভবন, শ্রম অধিদপ্তর, ১৯৬, সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা।

নঈমুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়