ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আরও ২ জনের মৃত্যু

প্রকাশিত: ১৪:১৫, ১৪ সেপ্টেম্বর ২০২৪  
সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন করপোরেশন নামের শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মারা গেলেন ৫ জন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান জাহাঙ্গীর হাওলাদার (৪৫) ও বরকতুল্লাহ (২৩)।

এ ঘটনায় আগে মারা গেছেন, আহমেদ উল্লাহ (৩৮), আল আমিন (২৩) ও জাহাঙ্গীরের ভাগিনা খায়রুল শেখ (২১)। 

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর সাগর উপকূলে শওকত আলী চৌধুরী মালিকানাধীন এসএন করপোরেশনের জাহাজ ভাঙা শিপ ইয়ার্ডে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন ১২ জন। চিকিৎসার জন্য প্রথমে তাদেরকে চট্টগ্রাম মেডিক্যালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আট জনকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

/ইভা/


সর্বশেষ

পাঠকপ্রিয়