ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আগারগাঁও-ম‌তি‌ঝিল অং‌শে মেট্রোরেল বন্ধ যে কার‌ণে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১৮ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৬:০৪, ১৮ সেপ্টেম্বর ২০২৪
আগারগাঁও-ম‌তি‌ঝিল অং‌শে মেট্রোরেল বন্ধ যে কার‌ণে

ফাইল ছবি

মেট্রোরেলের অবকাঠামোর এক‌টি পিলার ও গার্ডারের মাঝের একটি রাবার প্যাডে সমস‌্যার কার‌ণে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে।

জানা গে‌ছে, রাজধানীর ফার্মগেট ও বিজয় স্মরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের রেলপথের একটি অংশের ভায়াডাক্ট দেবে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে আগারগাঁও-মতিঝিল রুটের মেট্রো ট্রেন চলাচল। এটি ঠিক না হওয়া পর্যন্ত এ রুটে মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

এ বিষয়ে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে। সেটি সারানোর কাজ চলছে। ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে।

আরো পড়ুন:

বুধবার সকালে ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুকে পেজে জানানো হয়, অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট হতে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।

/এসআর‌পি/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়