যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ১
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় জনি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে কাজলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
জনির ভাই সাইফুল ইসলাম বলেন, আমার ভাইয়ের যাত্রাবাড়ীর কাজলা এলাকায় থাইয়ের দোকান আছে। সেখান থেকে রাতে বাসায় ফিরছিলেন। ফেরার পথে কাজলা ব্রিজের ঢালে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জনির বাড়ি মুন্সীগঞ্জ জেলার সদরে। বাবা মৃত আব্দুল মোতালেব। পরিবার নিয়ে কাজলাতে থাকতেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে।
/ইভা/