ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

সব কর্মকর্তাকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ২২ সেপ্টেম্বর ২০২৪  
সব কর্মকর্তাকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে

জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান

প্রতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব দা‌খিল কর‌তে হ‌বে ব‌লে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের সম্পদের হিসাব জমা দিতে হবে। তবে চলতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।

এই সিদ্ধান্তের মাধ্যমে ১৫ লাখ সরকারি কর্মচারীকে সম্পদের হিসাবের মধ্যে আনা হচ্ছে ব‌লেও জানান তি‌নি।

নঈমুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়