ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সব সিটি করপোরেশন ও পৌরসভা কাউন্সিলরদের অপসারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১২:১৭, ২৭ সেপ্টেম্বর ২০২৪
সব সিটি করপোরেশন ও পৌরসভা কাউন্সিলরদের অপসারণ

ঢাকা দক্ষিণ-উত্তরসহ ১২সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করেছে সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

সিটি করপোরেশনগুলো হলো-ঢাকা উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

এদিকে, আলাদা প্রজ্ঞাপনে ৩২৩টি পৌরসভার কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে।

আরো পড়ুন:

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণআন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত ১৯ আগস্ট সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। পরে সেখানে প্রশাসক নিয়োগ দেয় সরকার।

তিন পার্বত্য জেলা ছাড়া বাকি ৬১টি জেলা পরিষদের সদস্যদেরও অপসারণ করা হয়েছে। এসব জেলা পরিষদের চেয়ারম্যানদেরও আগে অপসারণ করা হয়। জেলা পরিষদগুলো পরিচালনার জন্য সেখানেও প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আর জেলা পরিষদের কাজ চালিয়ে নেওয়ার জন্য প্রশাসকের নেতৃত্বে ১৩ সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে।

পৌরসভাতেও প্রশাসকের নেতৃত্বে ৭ সদস্যের কমিটি কাজ করছে। এর আগে স্থানীয় সরকার বিভাগ ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছিল। সব ক্ষেত্রেই প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

/এএএম/এমএ/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়