অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৬ কর্মকর্তা
প্রতীকী ছবি
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।
অতিরিক্ত আইজিপি হওয়া ছয় পুলিশ কর্মকর্তা হলেন- মো. মতিউর রহমান শেখ, মো. আলমগীর আলম, সরদার তমিজ উদ্দিন আহমেদ, মো. দেলোয়ার হোসেন মিঞা, মো. শাহ আলম ও মো. আবদুল্লাহ আল মাহমুদ।
বুধবার (২ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাঈদ। এতে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
নঈমুদ্দীন/এনএইচ