ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

শেখ হাসিনা দুবাই নাকি ভারত, পরিষ্কার তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩২, ৮ অক্টোবর ২০২৪   আপডেট: ১৪:৫৫, ৮ অক্টোবর ২০২৪
শেখ হাসিনা দুবাই নাকি ভারত, পরিষ্কার তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনা। ফাইল ছবি

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দুবাই গেছেন। কিন্তু এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে পরিষ্কার তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুবাই যাওয়ার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই। তার অবস্থান জানে না সরকার। দিল্লী ও দুবাইর সঙ্গে যোগাযোগ করে কূটনৈতিক চ্যানেলে নিশ্চয়তা মেলেনি। বলা হচ্ছে তিনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু আমরা নিশ্চিত হতে পারিনি।

আরো পড়ুন:

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ছবি: রাইজিংবিডি

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে অবস্থান করা রাজনীতিবীদদের ট্রাভেল পাস দেওয়ার কোনো কারণ নেই। আইন বিভাগ চাইলে তাদের ফেরত আনার চেষ্টা করা হবে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা/হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়