ঢাকা     বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৫ ১৪৩১

গাজায় সব ধরনের সামরিক তৎপরতা বন্ধে চীনের আহ্বান

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ১০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:১৫, ১০ অক্টোবর ২০২৪
গাজায় সব ধরনের সামরিক তৎপরতা বন্ধে চীনের আহ্বান

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং ইসরায়েলকে গাজায় সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ করা, সেখানে মানবিক সহায়তা প্রবেশের ওপর অবরোধ ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জাতিসংঘ ও অন্যান্য মানবিক সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে চীনের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।

গাজার মানবিক পরিস্থিতি বিষয়ে ফু ছোং বলেন, গাজা সংঘাত এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি গত বছরের অক্টোবর থেকে কাউন্সিলের কাজের তালিকায় অগ্রভাগে রয়েছে। কিন্তু এখন পর্যন্ত পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, বরং ক্রমাবনতি হয়েছে।

ফু ছোং ইসরায়েলকে গাজায় সমস্ত সামরিক কর্মকাণ্ড বন্ধ করার এবং গাজা উপত্যকার জনগণের ওপর গণশাস্তি চাপিয়ে দেওয়া বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, সহিংসতা দ্বি-রাষ্ট্র সমাধানকে দূরপরাহত করে। সহিংসতা বাড়তে দেওয়া যাবে না। একে অবিলম্বে বন্ধ করতে হবে। লেবানন অবশ্যই পরবর্তী গাজা স্ট্রিপ হয়ে উঠবে না।

ফু ছোং আরও বলেন, চীন সব পক্ষকে সংযম অনুশীলন এবং যুদ্ধবিরতির আহ্বান জানায়। বিশেষ করে, ইসরায়েলকে এমন পদক্ষেপ নেওয়া বন্ধ করার আহ্বান জানায়, যা পরিস্থিতির অবনতি ঘটাবে।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়