চট্টগ্রামে গ্রামীণ ব্যাংক পরিদর্শন করলেন চীনা রাষ্ট্রদূত
পরিদর্শনকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং লি ইউ গ্রামীণ ব্যাংকের উন্নয়নের ইতিহাস সম্পর্কে ধারণা নেন
চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের জোবরা শাখা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও তার স্ত্রী লি ইউ।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে তারা ব্যাংকের পাশাপাশি জোবরা জাদুঘর পরিদর্শন এবং গ্রামবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং লি ইউ গ্রামীণ ব্যাংকের উন্নয়নের ইতিহাস সম্পর্কে ধারণা নেন। তারা বাংলাদেশের সাধারণ মানুষের কল্যাণে এই ব্যাংকের ভূমিকার প্রশংসা করেন। গ্রাম পরিদর্শনকালে রাষ্ট্রদূত ও তার স্ত্রী গ্রামবাসীদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দেন।
হাসান/রফিক