ঢাকা     বুধবার   ২৩ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৭ ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৩ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:১১, ২৩ অক্টোবর ২০২৪
প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

বুধবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন দূতাবাসের সিডিএ হেলেন লাফেভ

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ। 

বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের প্রধান পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেন।

হেলেন লাফেভ প্রধান উপদেষ্টাকে জানান, আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করবে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগগুলো তুলে ধরেন। তিনি বলেন, এরইমধ্যে ছয়টি প্রধান সংস্কার কমিশন তাদের কাজ শুরু করেছে। তারা অংশীজনদের সঙ্গে সংস্কার বিষয়ে পরামর্শ করছেন।

হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়