ঢাকা     বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৮ ১৪৩১

বিকেলে তর্ক-বিতর্ক, রাতে সহকর্মীকে হত্যা

প্রকাশিত: ১২:৫৫, ২৪ অক্টোবর ২০২৪   আপডেট: ১৩:০৬, ২৪ অক্টোবর ২০২৪
বিকেলে তর্ক-বিতর্ক, রাতে সহকর্মীকে হত্যা

ঢামেকের জরুরি বিভাগে নিহতের মরদেহ। ছবি: রাইজিংবিডি

বাগবিতণ্ডার জেরে ঢাকার কেরানীগঞ্জে এক কিশোরকে হত‍্যা করেছে তারই সহকর্মী— এমন অভিযোগ পাওয়া গেছে। হত্যার শিকার কিশোরের নাম মোহাম্মদ রানা (১৬)। 

বুধবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে স্থানীয় কলাতিয়া এলাকা থেকে ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে আনা হয়। রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রানার বাড়ি বরিশাল জেলা উজিরপুর থানার ডাকবাংলো গ্রামে। তার বাবার নাম মোহাম্মদ আলী। 

নিহতকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মোহাম্মদ ইসরাক জানান, রানা কেরানীগঞ্জের কলাতিয়ার একটি জুতার ফ্যাক্টরিতে কাজ করতেন। বুধবার বিকেল ৪টার দিকে তার সহকর্মী রফিকুল ইসলামের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা হয়। পরে তারা বিষয়টি সমাধান করে চলে যায়। এরপর রাতে সহকর্মী মুঠোফোনে কলাতিয়ার একটা নির্জন স্থানে ডেকে নিয়ে রানাকে গলায় ছোড়া দিয়ে আঘাত করে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

/এনএইচ/


সর্বশেষ

পাঠকপ্রিয়