ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

দেশে ১০ সিএমএইচে চিকিৎসা নেন আড়াই হাজার শিক্ষার্থী: আইএসপিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৫, ২৬ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:৪৫, ২৬ অক্টোবর ২০২৪
দেশে ১০ সিএমএইচে চিকিৎসা নেন আড়াই হাজার শিক্ষার্থী: আইএসপিআর

আইএসপিআরের লোগো

দেশের ১০ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ২ হাজার ৫৩৩ জন ছাত্র চিকিৎসা নিয়েছেন। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ৮৬৭ জন।

শনিবার (২৬ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

আইএসপিআর জানায়, সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ঢাকাসহ দেশের অন্যান্য ১০ সিএমএইচে মোট ২৫৩৩ জন আহত ছাত্র চিকিৎসা সেবা নিতে আসেন। এর মধ্যে ৮৬৭ জন আহত এসব হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন। বাকিরা সেবা নিয়ে বাড়ি ফিরেছেন।

আরো পড়ুন:

সারা দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের সুস্থ করতে গত ১৮ আগস্ট থেকে নিরলস ও আন্তরিকতা নিয়ে সিএমএইচগুলোয় জরুরি ও উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

/হাসান/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়