ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের অফিস না খোলার আহ্বান 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ৩০ অক্টোবর ২০২৪  
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের অফিস না খোলার আহ্বান 

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার পরিষদের অফিস খোলা থে‌কে বিরত থাকার আহ্বান জা‌নি‌য়ে‌ছে ইসলামী আইনজীবী পরিষদ।

বুধবার (৩০ অক্টোবর) ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শেখ লুৎফুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার ও অ্যাডভোকেট হারুন অর রশিদ, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান এবং অ্যাডভোকেট মানিক মিয়া এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন।

তারা বলেছেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অফিস খোলার আগে তাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করা প্রয়োজন বেশি। পশ্চিমাদের ইন্ধনে দেশে দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তাদের ইন্ধনে ফিলিস্তিন, ইরান, লেবাননসহ বিভিন্ন দেশে আমেরিকার মদদে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে ইসরায়েল।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অফিস খোলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আইনজীবীরা বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের মাধ্যমে একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করবে। কোনো স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাদের কাজ নয়। ১০ বছর চেষ্টা চালিয়ে শ্রীলঙ্কায় মানবাধিকার পরিষদের অফিস খুলতে ব্যর্থ হয় তারা। ৩৬ জুলাইয়ের অভ্যুত্থানের পর নানা দেশি-বিদেশি চক্রান্ত সক্রিয়। বাংলাদেশে জাতিগত কোনো সংঘাত হয়নি যে, জাতিসংঘের মানবাধিকার পরিষদের অফিস খুলতে হবে। তাছাড়া, ওই অফিসের বিরুদ্ধে দেশে দেশে সমকামিতাকে প্রমোট করার অভিযোগ রয়েছে। 

তারা আরও বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের অফিস খুলে সমকামীদের প্রমোট করার আত্মঘাতী সিদ্ধান্ত নিলে জনগণ রুখে দেবে। কোনো উপদেষ্টা সমকামিতাকে উস্কে দিতে চাইলে ছাত্র-জনতা রুখে দেবে। যে কোনো ইসলামবিদ্বেষী কর্মকাণ্ড ছাত্র- জনতা বরদাশত করবে না।

নঈমুদ্দীন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়