ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

বাংলাদেশ স্কাউটস: নির্বাহী কমিটি বিলুপ্ত, অ্যাডহক কমিটি গঠন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ৩১ অক্টোবর ২০২৪  
বাংলাদেশ স্কাউটস: নির্বাহী কমিটি বিলুপ্ত, অ্যাডহক কমিটি গঠন

বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম আরও গতিশীল এবং প্রয়োজনীয় সংস্কার করতে জাতীয় নির্বাহী কমিটি বাতিল করে অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছেন রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. সাহাবুদ্দিন।

বুধবার (৩০ অক্টোবর) রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

১১ সদস্যের অ্যাডহক কমিটির আহ্বায়ক হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন। সদস্য সচিব করা হয়েছে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে।

কমিটির বাকি সদস্যরা হলেন-ডা. মো. আমিনুল ইসলাম, মো. রেজাউল করিম, খ. ম. কবিরুল ইসলাম, মুহাম্মদ তৌহিদুল ইসলাম, আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, মোছা. ফরিদা ইয়াসমিন, মো. আসিফ-উল-হক, অধ্যাপক ফাহমিদা ও মাহিনুর জাহান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন কমিটি তাদের কার্য-সম্পাদনের জন্য ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময় পাবে। এ সময়ের মধ্যে তারা চিফ স্কাউটের পরামর্শক্রমে বাংলাদেশ স্কাউটসের যাবতীয় কার্যক্রম পরিচালনা ও স্কাউট কার্যক্রমকে গতিশীল করার উদ্যোগ নেবে এবং জুলাই ও আগস্টের আন্দোলনে আহতদের সেবায় বাংলাদেশ স্কাউটসকে সম্পৃক্ত করবে। এছাড়া বাংলাদেশ স্কাউটসের জন্য প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাবনা চিফ স্কাউটের কাছে জমা দেবে।

সংস্কার প্রস্তাবনায় স্কাউটারদের প্রাথমিক পর্যায় থেকে ক্রমান্বয়ে নেতৃত্বের উচ্চপর্যায়ে আসার এবং স্কাউট আন্দোলন তৃণমূল পর্যায় থেকে ব্যাপকতর করার লক্ষ্যে সরকারের বিভিন্ন সহায়ক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সর্বোত্তম অংশগ্রহণ নিশ্চিতের ব্যবস্থাও করবে এ কমিটি।

এছাড়া কমিটির মেয়াদকাল শেষের আগেই অর্থাৎ ২০২৫ সালের ৩০ এপ্রিলের আগে জাতীয় কাউন্সিলের মাধ্যমে নির্বাচন আয়োজন করে নতুন জাতীয় কমিটি গঠন করবে।

অ্যাডহক কমিটির কোনো সদস্য পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবেন না। পাশাপাশি নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দপ্তর কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
 

/হাসান/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়