ঢাকা     শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৭ ১৪৩১

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ১ নভেম্বর ২০২৪  
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’

আজ জাতীয় যুবদিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ।’ প্রতিবছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে ‘জাতীয় যুবদিবস-২০২৪’ পালিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ক্যাটাগরিতে ১৭ টি পুরস্কার দেবে মন্ত্রণালয়। 

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। 

বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, কর্মবিমুখতা, কুসংস্কার, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সকল অন্যায়ের বিরুদ্ধে একটি জ্ঞানমুখী, প্রশিক্ষিত ও আদর্শ যুবসমাজই প্রতিরোধ গড়ে তুলতে পারে।

রাষ্ট্রপতি বলেন, যুবসমাজের স্বপ্নকে ধারণ করে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও  আধুনিক বাংলাদেশ গঠনে অন্তর্বর্তীকালীন সরকার বহুমুখী সংস্কার পরিকল্পনা গ্রহণ করেছে। 

বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত নতুন বাংলাদেশ’র অন্তর্বর্তী সরকার যুবদের স্বপ্নপূরণে প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, ‘আমাদের অদম্য যুবসমাজ জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে বীরত্বপূর্ণ অবদান রেখেছে’- এ কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে যুব উন্নয়ন অধিদপ্তর যুবসমাজকে দক্ষ মানবসম্পদে উন্নীত করার লক্ষ্যে প্রযুক্তিসহ বিভিন্ন কারিগরি, বৃত্তিমূলক এবং কৃষিভিত্তিক বহুমুখী প্রশিক্ষণ প্রদান করে আসছে। 

ড. ইউনূস বলেন, যুবদের কল্যাণে যুব কল্যাণ তহবিল’র কার্যক্রম চলমান রয়েছে। তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, নেতৃত্ব সৃষ্টি, প্রতিভা বিকাশ, ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে সাভারে ‘জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’-এর কার্যক্রমও বেগবান করা হয়েছে।

/টিপু/


সর্বশেষ

পাঠকপ্রিয়