ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

পাসপোর্ট অধিদপ্তর

দুর্নী‌তিবাজ কর্মকর্তা‌দের অপসারণ দা‌বি বিপ্লবী ছাত্র জনতার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ১ নভেম্বর ২০২৪  
দুর্নী‌তিবাজ কর্মকর্তা‌দের অপসারণ দা‌বি বিপ্লবী ছাত্র জনতার

পাসপোর্ট অধিদপ্তরের দুর্নী‌তিবাজ কর্মকর্তা‌দের অপসারণ ক‌রে বিচার দা‌বি ক‌রে‌ছে বিপ্লবী ছাত্র জনতা। বৃহস্প‌তিবার প্রেসক্লা‌বের সাম‌নে এক বি‌ক্ষোভ সমা‌বেশ থে‌কে এ দা‌বি করা হয়।

বিপ্লবী ছাত্র জনতার প‌ক্ষে তিন‌টি দা‌বি জা‌নি‌য়ে সংগঠন‌টির নেতা আবু তৈয়ব হাবিলদার ব‌লেন, পাসপোর্ট অধিদপ্তর হতে হাসিনার নিয়োগকৃত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে বিচা‌র নি‌শ্চিত কর‌তে হবে। প্রবাসীদের পাসপোর্ট সংশোধন ও পাসপোর্ট প্রাপ্তি সহজ করতে হবে।

তি‌নি ব‌লেন, ছাত্র আন্দোলন চলাকালে সাভার থানায় এলাকায় লাশ পোড়ানোর ঘটনায় আলোচিত পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফিকে পাসপোর্ট পেতে পাসপোর্ট অধিদপ্তরের সহায়তার বিষয়টি সামনে এসেছে। আব্দুল্লাহ কাফিকে অবৈধভাবে পাসপোর্ট প্রদানে অধিদপ্তর তাকে সিটি কর্পোরেশনের স্প্রে ম্যান হিসাবে উপস্থাপন করেছে। এই ঘটনায় একজনকে বহিষ্কার করলেও আমরা মনে করি মূল হোতাকে বাঁচাতে তাকে আড়াল করে ছোট কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে।

আরো পড়ুন:

ছাত্র জনতার প‌ক্ষে সংগঠন‌টির নেতা তারেক রহমান ব‌লেন, প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী প্রবাসী ভাইয়েরা পাসপোর্ট সংশোধনের জন্য দিশেহারা হয়ে আছে, তাদের যাওয়ার কোনো জায়গা নাই। আমরা জেনেছি, ইউরোপে অবস্থিত প্রবাসী ভাইদের পাসপোর্ট সংশোধনের বিষয়টি আমলে নেওয়া হচ্ছে না। আবার ঘুষ দিলেই অনেকে পাসপোর্ট পাচ্ছে। এমনকি কোন ত্রুটি নাই এমন পাসপোর্ট পেতেও স্বাভাবিকের চেয়েও বেশি সময় লাগ‌ছে। বিশ্বের বিভিন্ন দে‌শে প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছেন।

/নঈমুদ্দীন/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়