ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

চসিকের নতুন মেয়র শাহাদাতের শপথ আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ৩ নভেম্বর ২০২৪  
চসিকের নতুন মেয়র শাহাদাতের শপথ আজ

শাহাদাত হোসেন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র হিসেবে শপথ নিতে যাচ্ছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ আজ রোববার সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নতুন মেয়রকে শপথবাক্য পাঠ করাবেন।

এদিকে, শাহাদাতের শপথ অনুষ্ঠান ঘিরে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক আনন্দ-উৎসাহ। দলের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মী ইতিমধ্যে রাজধানী ঢাকায় পৌঁছেছেন। আরও অনেকেই পথে রয়েছেন। শপথ অনুষ্ঠানের পর দলের কেন্দ্রীয় নেতারা ও চট্টগ্রাম থেকে যাওয়া নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জেয়ারতে যাবেন চসিকের নতুন মেয়র।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এর আগে শাহাদাত হোসেনকে চিঠি ইস্যু করা হয়েছে। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

শাহাদাত হোসেনের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী গণমাধ্যমকে বলেন, এর আগে বেলা সাড়ে ১১টায় শপথের সময় নির্ধারিত থাকলেও তা এক ঘণ্টা এগিয়ে এনে সকাল সাড়ে ১০টায় নির্ধারণ করা হয়েছে। শপথ উপলক্ষে চট্টগ্রাম থেকে কয়েক হাজার নেতাকর্মী ঢাকা আসছেন। 

/এএম/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়