দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-কিরগিজস্তান ঐকমত্য
মধ্য এশিয়ার মুসলিম অধ্যুষিত দেশ কিরগিজস্তানে বাংলাদেশি অনেক শিক্ষার্থী অধ্যয়নরত আছে। দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সর্ম্পকও রয়েছে। আগামীতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় উভয় দেশ।
উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (কিরগিজস্তানের সমবর্তী দায়িত্বে নিয়োজিত) ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ও কিরগিজস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী তিমিরবেক এরকিনভের মধ্যে তাসখন্দে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয়ই দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
বুধবার (৬ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাষ্ট্রদূত ড. ইসলাম উপ-পররাষ্ট্রমন্ত্রীকে দুদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা ও অগ্রগতির বিষয়ে অবহিত করেন। তিনি কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের মধ্যে ভিসা ফ্রি ভ্রমণবিষয়ক চুক্তিসই, প্রস্তাবিত চুক্তি বা সমঝোতা স্মারকসমূহ স্বাক্ষরের প্রয়োজনীয়তার ওপর জোর গুরুত্ব আরোপ করেন।
বসা ও বিনিয়োগ ক্ষেত্রে অপার সম্ভাবনা ও সুযোগ রয়েছে বর্ণনা করে তিনি বস্ত্র, ওষুধ ও কৃষি খাতে আমদানি-রপ্তানি বাড়ানোর ওপর বিশেষ জোর দেন। তিনি দুদেশের মধ্যে যথাযথ প্রতিনিধি পর্যায়ে ইন্টারগভারমেন্টাল জয়েন্ট কমিশন অন ট্রেড অ্যান্ড ইকোনমি গঠনসহ শীর্ষ ব্যবসায়িক সংস্থাসমূহের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ স্থাপনের প্রস্তাব করেন, যা ব্যবসা-বাণিজ্য সম্পর্কে নতুন গতি সঞ্চার করবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। কিরগিজস্তানে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা ও কল্যাণের নিশ্চয়তা বিধানে রাষ্ট্রদূত উপ-পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
উপ-পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও কিরগিজস্তানের মধ্যকার ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সেতুবন্ধনের ওপর আলোকপাত করে দুদেশের মধ্যে যে অফুরান সম্ভাবনা রয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়নে তার সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। বন্ধুপ্রতিম দুদেশের মধ্যকার বিরাজমান শিক্ষা, সংস্কৃতি, পর্যটন ও ব্যবসা-বাণিজ্য সহযোগিতাকে নতুন ধাপে উন্নীত করতে তার প্রচেষ্টা ও উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন। দুদেশের সুবিধাজনক সময়ে তিনি বাংলাদেশ সফরে আগ্রহ প্রকাশ করেন।
আগামীতে বাংলাদেশ ও কিরগিজস্তানের জনগণের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে- এ আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠক শেষ হয়।
ঢাকা/হাসান/ইভা